আমার একা পথ
আজিজুল হাকিম
আমার একা পথ
সঙ্গে স্মৃতির পাতা
দুঃখ লেখা ওতে
আগুন পোড়া বাতাস লকলকে শিখা
চিতা জ্বলে আছে অর্থ, কামিনী, ভাতে ।
আমার একা পথ
গল্প অবিরত
বুকের ভিতর ক্ষত
অশ্রুবহা নদী চোখে প্লাবন আনে
উৎস কেবল মন অতীত মৃত রাত ।
আমার একাপথ
শূন্য বুকে হাঁটি
দিগন্ত জোড়া মাঠ
মাঝে একটি গাছ শুকনো পাতায় ভাসে
গাছের নীচে আমি দুঃখরা আমার সাথ।
আমার একা পথ
দুঃখরা ঘুমের ঘোরে
নিশ্চিত আমি একা
বালুঢাকা মাঠ সবুজ সোহাগে নাচে
আমার শূন্য বুকে আকাশ লীনার দেখা।
আমার একা পথ
শুকনো গাছের ডালে
মঞ্জুরি হেসে উঠে
কবিতার খরস্রোত আমার বুকে নাচে
আমার প্রেমের পালে সুপারনোভা ফুটে।
আমার একা পথ
লীনা আমার সাথে
নিউট্রন স্টার সুখে
প্রেমের মিল্কি পথে আমি লীনা হাঁটি
নীহারিকা জগৎ প্রেমের আলো লুটে।
আমার একা পথ
দুঃখরা আবার জাগে
আমার জীবন- শ্বাসে
লীনা লুকিয়ে পড়ে ব্ল্যাকহোলের মুখে
আবার আমি হাঁটি, দুঃখরা আমার পাশে।