সময় নিষ্ঠা-সাজিয়া আফরিন

 

সময় নিষ্ঠা
সাজিয়া আফরিন

লগ্নে অর্ঘ কর্মে ধর্ম
অলসতায় নয়,
ফেলে রাখা কাজগুলো কী
জীবনে আর হয়?

জীবন জুড়ে হাজার বাধা
অতিক্রমে তাঁর,
দমের হাওয়া চুপসে গেলে
আয়ু হবে সার।

কর্মে মুক্তি চিন্তা শক্তি
সময়ের দাও দাম,
বিবেকবোধে জাগ্রত হও
খ্যাতিতে হোক নাম।

অলস মগজ ব্যথায় গলদ
ভারাক্রান্ত বুক,
কর্মের মাঝে লড়াই ভয়ে
লুকিয়ে রয় মুখ।

প্রাণোবন্তে সজীবতা
চিত্তে নহে ভয়,
কর্মের মাঝে ডুবে থেকো
বিশ্ব করো জয়।

Post a Comment

Previous Post Next Post