রক্ত রক্ত খেলা
আবু তাহির
গোল টেবিলের
পাশে হাতে হাত রেখে, চোখে চোখে কথা হয়
শুরু হয়
রক্ত রক্ত খেলা।
তাই দেখে
হাত তালি পড়ে অজশ্র,
কিন্তু এই
রক্ত একদিন স্রোত হয়ে ঢেউ তুলবে
দুকূল ভেঙ্গে
ভেঙ্গে সমগ্র পৃথিবীকে রক্ত সাগর বানাবে।
সেদিন কূল
,ঘাট, মাঝি, সাম্পান,
কেউ থাকবেনা
কিছু থাকবেনা।
শুধু সাগরের
খাবি খাওয়া মাছেরা পাখি হয়ে উড়ে গিয়ে
আকাশের বুকে
নতুন পৃথিবীর মানচিত্র এঁকে দিবে।
Tags:
সাহিত্য-কবিতা