সপ্তপদী আশা
চারুন রথিক
তেল আটা চাল এগুলির দাম বাড়লে
অপরিশোধিত প্রেমের দামও বাড়ে।
আমি কি জানতাম ,আর তুমিও কি জানতে?
এখন সেই দাম কত বেশি! হায়রে সোনালী চাঁদ!
সস্তা আশায় যাদের মন ভরে যায়
এ আমার ভূমি কি তাদের?
পাতাল দিয়ে ছুটছে গাড়ি, প্রতি ঘন্টায় বিশ্ববাংলা হাই স্পিড।
এটিএমে নিম্নচাপ আর উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি।
ন্যূনতম বেতনের বুলেট ট্রেনে চেপে আমার কর্মজীবনের আদি রহস্যের উন্মোচন হলে,
কেউ কারো কাছে ক্ষমা চাইবে না।
১৩০ টাকার এক বোতল মদ,
দশ টাকায় এক বোতল ঠান্ডা জল
আর দশ টাকার ছোলা ভাজা
আমার সন্ধ্যার শুভাকাঙ্ক্ষীরা আমার জন্য মাত্র এটুকুই খরচ করতে পারে
সপ্তপদী মেট্রো স্টেশনে আমি আত্মহত্যা করতে চেয়েছিলাম ।
চুপি চুপি কেউ যেন আমাকে বলল এমন রাজকীয় ভুল তো আর কেউ করেনি কোনদিন
কেন তুমি করবে?
আমি বললাম ঠিক আছে, তুমি যখন বলছ তখন আমার পতিতা গর্ভে রিচার্জ করে নেব আমার ভাবি সন্তানদের।
আমি খুব জেনে-বুঝেই একথা বলছি,
হ্যাঁ হ্যাঁ তোমরা শোনো সবাই!
আমি খুব জেনে-বুঝেই বলছি,
এ কথা কেউ কোনদিন বুঝবে না,
কেউ কোনো দিন বুঝবে না সে কথা।