নিঠুর ভালোবাসা
আজিজুল হাকিম
ভালোবাসাও
কি ভয়ঙ্কর হয়?
নিষ্ঠুর
জালিমের হাতের মতো?
হয়তো হয়;
যেভাবে বৃষ্টি
ভরা ভালোবাসায় থাকে বজ্রের সঙ্কেত,
যেভাবে সৃষ্টির
উল্লাসে থাকে প্রলয়ের নাচ,
যেভাবে আলোর
বুকে লুকিয়ে থাকে আগুনের ললকে জিভ।
যে সামান্য
একটু ভালোবাসা পাওয়ার আশায় কাঙাল হয়ে থাকে,
যে একটু
সোহাগের পরশ পাওয়ার নেশায় পিছুপিছু ছুটে,
সেই তো পায়
বিশ্বাস ভঙ্গের যাতনা।
সেই তো পায়
নিঠুর নিয়তি ভরা বেদনা।
ওই তো জানে
ভালোবাসা পেতে হলে অশ্রু দিতে হয়।
ওই তো জানে
ভালোবাসা কারে কয়।