নারীশ্বর আজিজুল হাকিম


 নারীশ্বর

 আজিজুল হাকিম  

**********

জানি ওটি মোহাবিষ্ট রক্তিম সারাব

চোখেও নেশা লাগে

এখানে নয়, ওই গ্লাসটা দূরে রাখো

সেদিন নাদান শিশুর মতোই ঠোঁটে ঠেকিয়ে ছিলাম গ্লাস ভর্তি সুরা

ওই গ্লাসে ডুবেই হাবুডুবু খাচ্ছি অবিরাম।

তাই স্বচ্ছ জলজ জীবনে মিশে গেছে বিষ

ভালোবাসার বিষ পান করেছি অনেক,

তবে আর নয়।

পোস্ত চাষি ওই গ্লাসে ঠোঁট রেখে গেছে অনেকবার

আফিমের দুর্গন্ধ সারা গ্লাস জুড়ে

শয়তান নেচে যায় মসজিদ চত্বরে

অন্যের বিছানায় পড়ে থাকে মৌলবির টুপি আর দাঁড়ি।  

 

আমাকে এখন একা থাকতে দাও

আফিমের বাগান থেকে অনেক অনেক দূরে।

 

হৃদয়ের অতলে দাঁড়িয়ে ঈশ্বরকে বলেছিলাম, “তুমি কার?”   

ও নিরুত্তর। আঁধারের আড়ালে মুখ রেখে মুচকি হাসছে আজও!

আমি নারীকেও বলেছিলাম,  “আসলে তুমি কার?”

সেও ইস্মিত মুখে, মাদকতাপূর্ণ চোখে হেসেছিল অবিকল।

   

আমার কাছে নারী ও ঈশ্বর দুটিই রহস্যময়

ওরা সত্যিকারে কার, আমি আজও বুঝলাম না!

                     

                রচনাঃ ১১/০৫/২০২২  

1 Comments

  1. তাহলে মসজিদ ছাড়াঢড়া যে সমস্ত জায়গা আছে সে গুলো কি সয়তান মুক্ত ়়

    ReplyDelete
Previous Post Next Post