আজব বায়না
গোবিন্দ মোদক
ভাদ্র মাসের গরম অস্বস্তিটা চরম
তারই মাঝে কাঠফাটা ঐ রোদে,
কঙ্কা-পিসির
শ্বশুর সঙ্গে তিন ভাসুর
বায়না করে খাবে রসের বোঁদে!
অগত্যা তাই
পিসা না পায় খুঁজে দিশা,
গামলা নিয়ে ময়রার কাছে চলে,
ভীষণ সে
রোদ্দুরে চরম তেতে-পুড়ে
কোনও মতে বোঁদের কথা বলে!
চার গামলা
বোঁদে নিয়ে
ভাদর রোদে
ঘেমে নেয়ে পিসা আসে বাড়ি,
কঙ্কা-পিসির
শ্বশুর আর তিন ভাসুর
বোঁদে নিয়ে করে কাড়াকাড়ি!
আজব খেয়াল বটে ঘটনা তাই রটে
পাড়ায় পাড়ায় তুমুল হাসির ধূম,
ওদিকে চার-জনে খেয়ে
ফূর্তি মনে
খোলা ছাতে শুয়েই দেয় ঘুম!!