তোমাকে মনে পড়ে, অন্তরা
আজিজুল
হাকিম
যখন আঁধার নামে আমার চারিপাশে,
মাথার ওপরে ঘন মেঘে ঢাকা আকাশ
ঠিক তখন মনে পড়ে, অন্তরা।
চাঁদ নয়,
তারা নয়,
অন্তত একটি মাটির প্রদীপ হাতে
ঈপ্সিত হাসি মুখে
আলোকবর্তিকার মতো
আমার সামনে এসে দাঁড়াও।
যখন আঁধার পথে আমার ঠিকানা হারাই,
হোঁচট খাই বারবার
ঠিক তখন তোমাকে মনে পড়ে, অন্তরা।
ধ্রুব তারার মতো
পথের দিশারী হয়ে
আমাকে পথ দেখাতে
আমার হাতটি ধরো।
যেখানে প্রেমের সাথে
অপ্রেমের সহবাস
ঠিক তখন তোমাকে মনে পড়ে, অন্তরা।
প্রেম ফলাতে নয়,
প্রেম দিতে নয়,
প্রেম চিহ্নিত করতে
প্রেমের কষ্টিপাথর হাতে এখানে আবির্ভূত হও।
যখন চারিদিকে খুধার্ত মিছিলের স্লোগান –
“চাই-চাই, দিতে হবে, দিতে হবে।”
ঠিক তখন তোমাকে মনে পড়ে, অন্তরা।
হাতে রুটি নয়,
ভাত নয়
অন্তত একটা হাতুড়ি হাতে এসো;
কারণ লৌহ ভাঙ্গতে আর একটা লৌহের দরকার।
যখন শ্রাবনীরা বিষ খায়
অথবা গলায় দড়ি দেয়
ঠিক তখন তোমাকে মনে পড়ে, অন্তরা।
কপোলে কোন শোকাশ্রু নয়।
সাহসিকার মতো রশি হাতে
সমস্ত সমাজটাকে ফাঁসিকাঠে ঝুলাবার জন্য
এখানে একবার এসে দাঁড়াও।
যখন গ্লোবাল ওয়ার্মিং –এর কালো হাতছানি
ডাইনীর মতো মনে হয়
ঠিক তখন তোমাকে মনে পড়ে, অন্তরা।
আজ এই বিষাক্ত সন্ধ্যায়
কারখানার চিমনিগুলো সব গুড়ে যাক,
উড়ে যাক সুপ্ত বীজ
তোমার ধ্বংস-সৃষ্টির আয়লায়।