হে… বিদ্রোহী
মীর শাহনাজ
খাতুন
হে বিদ্রোহী সম্প্রীতির বার্তা বয়ে
আনো
সুহাস্য
বদনে তোমার কবিতা ও গানে,
হে বিদ্রোহী
ধুমকেতুর মত জ্বলে ওঠো
শান্তির
বাণী শোনাও হিন্দু মুসলমানে।
হে বিদ্রোহী
ফোটাও একই বৃন্তে দুটি কুসুম
আঁধার বঙ্গের
তুমি যে বীর সন্তান,
হে বিদ্রোহী
বজ্রকন্ঠে শোনাও শান্তির বাণী
আজি দূর্দিনে
গেয়ে সাম্যের গান।
হে বিদ্রোহী
ওঠাও ঝড় মরু ভাস্করে
জাতি বিদ্বেষে
ভরে গেছে হিন্দু মুসলমান,
হে বিদ্রোহী
দন্ধ বিভেদ সব ভুলিয়ে দাও
অগ্নিবীনায়
গাও মহামিলনের গান।
হে বিদ্রোহী
জ্বালাও তুমি অগ্নি মশাল
বিষের বাঁশি
তে শোনাও তূর্য নাদ,
হে বিদ্রোহী
দোলন চাঁপার সুবাস ছড়াও
বাগিচায়
বুলবুলি আনবে সুসংবাদ।
হে বিদ্রোহী
জুলফিকারের তরবারি এনে
জিঞ্জির
খুলে ফেরাও সম্প্রীতির বন্ধন,
হে বিদ্রোহী
হটাও ধরীত্রীর জাতি বিদ্বেষ
সিন্ধুর
হিল্লোলে ধুয়ে যাক সবার মন।
হে বিদ্রোহী
মৈত্রীর বাণী ফেরাও ভারতবর্ষে
দৃপ্ত কণ্ঠে
হাস্যবদনে করো অঙ্গীকার,
উন্নত শিরে
বিষের বাঁশি হাতে নিয়ে
অগ্নিবীনায়
তুলো ঝংকার ।
হে বিদ্রোহী
জন্মদিনে দেব শিউলি মালা
গন্ধ ছড়াবে জান্নাতুল ফেরদৌসে,
আল্লাহ পূরণ
করেছে তোমার একটা আশা
কবর হয়েছে
ঢাকায় মসজিদেরই পাশে।