সংকল্প /নিহার বিন্দু বিশ্বাস

 


সংকল্প

 নিহার বিন্দু বিশ্বাস

 

মিথ্যা যারে আঁকরে ধরে

জীবনটা হয় মরণ ফাঁস

টাকার পিছে ঘুরতে গিয়ে

মিথ্যা করে জীবন নাশ। 

 

টাকার নেশায় সব করে পর

পরিজন সব হারায় ভাই

মেকি জীবন হয় না স্বাধীন

বুঝবে যেদিন সময় নাই। 

 

নকল পথের ফন্দিফিকির

সোনাদানা অসীম তাই

যাহার পিছে ছুটছো রে মন

হিসাব একদিন নিবেন সাঁই। 

 

আমার আমার যতো বলো

সবি কিন্তু হবে পর

দিন থাকিতে সত্য ধর

সকালবিকাল বিধি স্মর। 

 

যেদিন সবে চোখ বুজিবে

কেউ যাবে না সাথে মন

দিন থাকিতে মিথ্যা ছাড়ো

আজকে থেকে করো পণ।


Post a Comment

Previous Post Next Post