অণু গল্পঃ ভোরের চাবিকাঠি / আজিজুল হাকিম

 


ভোরের চাবিকাঠি

আজিজুল হাকিম

 

সকলেই সূর্য উঠার প্রতীক্ষায় দাঁড়িয়ে আছে। সময়টা ঘন অন্ধকারে ঢাকা। রাস্তা-ঘাটে চলতে গিয়ে মানুষে মানুষে ঠক্কর খাচ্ছে। ফলে যা হয় – রাস্তার অধিকার, নিজের বলে দাবি, সবই চলছে। চলতে চলতে মারপিট, খুনোখুনি, রক্তপাত ঘটেই চলছে। যিনি অন্ধকারকে তৈরি করেছেন তিনি আলোকোজ্জ্বল প্রাসাদে বসে মুচকি হাসছেন আর প্ল্যান করছেন, আরো কিভাবে অন্ধকারকে দীর্ঘস্থায়ী করা যায়। 

কিন্তু ভোরের দরজা খোলার চাবিকাঠি যে জনগণের হাতে।

1 Comments

  1. আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের পাথেয়

    ReplyDelete
Previous Post Next Post