কবিতাঃ কোরবানির আদিকথা/নিহার বিন্দু বিশ্বাস

 

কোরবানির আদিকথা

নিহার বিন্দু বিশ্বাস

----------------------

 

আল কুরানে উল্লেখ, হাবিল কাবিল দুই ভাই

হাবিল প্রথম ব্যক্তি নহরে তাঁর দ্বিতীয় নাই ;

হাবিল মেষ পালক তাই ভেরা করে নিবেদন

কাবিল কৃষক তাই, শস্যকে করে উপস্থাপন।

 

হাবিলের কুরব যে আল্লাহ কবুল করে নেন

কাবিলের শস্যদানা খারাপ তাই ফেরত দেন ;

আল্লার নৈকট্য লাভে প্রিয়বস্তুটি দিল কোরবান

হাবিলের ভেরা তাই প্রভু দিয়েছে অনুমোদন।

 

এছাড়া আল্লার নবি হযরত ইব্রাহিম ছিলো

স্বপ্নাদেশে কোরবানি যে প্রিয়পুত্র ইসমাইলকে দিলো

এই দৃশ্য প্রভু দেখে ইব্রাহিম আ. কে ডাক দেন 

জিবরাইলকে স্বর্গ থেকে দুম্বা নিয়ে মিনায় পাঠান।

 

অভ্র থেকে উচ্চস্বরে আল্লাহু আকবার ধ্বনি আসে

এ ধ্বনি উভয় শুনি আল্লাহু আকবার কন্ঠে আশে ;

এবং আল্লার নির্দেশে ; ইবরাহিম পুত্র ছেড়ে দেন

বেহেশ থেকে প্রেরিত দুম্বাটিকে জবাই করলেন। 

 

এ থেকে সামর্থ্যবান মুসলিমরা পশু নহর করে

অতঃপর অবিরত ; আল্লার তুষ্টিতে এই প্রথা

ইদুল আযাহা করে।

Post a Comment

Previous Post Next Post