যখন তুমি ইচ্ছে ডানার গান ধরো
আজিজুল হাকিম
********
যখন তুমি ইচ্ছে ডানার গান ধরো
আমি তখন সুখ আকাশে জাল বুনি।
যখন তুমি ফড়িং পাখায় রঙ উড়াও
তখন আমি নীল দরিয়ায় পাল তুলি।
যখন তোমার ঠোঁটের পাড়ে রোদের হাসি
তখন আমার কাব্যধারায় চরম গতি।
যখন তোমার ঝিনুক চোখে শিশির হাসে
তখন আমি মেঘের ডানায় ছড়াই মতি।
যখন তুমি ফুলের বুকে স্বপ্ন আঁকো
তখন আমি রাখল বালক বাজাই বাঁশি।
যখন তুমি ঝড়ের রাতে প্রলয় শিখা
তখন আমি বাগানে আনি সবুজ হাসি।
যখন তুমি নূপুর বাজাও বুকের ভিতর
এই জীবনে মরণ ছিল যাই ভুলি।
এই লীলাতেই যাচ্ছে জীবন সুখের ভিতর
সুখের ছোঁয়ায় যাচ্ছে আমার দিনগুলি।
রচনা: ০২/০৭/২০২২
সন্ধ্যারাত