চেতনা
নীহার বিন্দু বিশ্বাস
মাটির ভেতরে নীরবতা - বিপ্লবী সোনা ;
পেটের ভেতরে শীতের জেগে ওঠা মুখ
এখন ঘুমায়ে আছে কুলুপ এঁটে ; মৃত্যুর তালা।
আঁচলের খুঁটিতে বাঁধা জীবনের সব রোমান্টিকতার রঙ
হৃদয়ের জ্ঞানে মানুষের প্রেম - রুগ্ন নীতি।
আশ্চর্য শান্তিতে অশান্তি দাঁড়ায়ে ভিক্ষা করে
ক্রমাগত ভোর অগ্রসর হয় ; আগামি লোকে
দিনের গতি ভেদ করে জীবনের প্রগতিশীলতা
ইশ্বর প্রেমে লুপ্ত আছো নবীন ; তুমি।
মুখোমুখি ইশ্বরের দিকে বিশ্বাসের দীর্ঘ হাত।
সমুদ্রের ভোরের উচ্ছ্বলতা হাজার প্রেমের গান
কবি রৌদ্রের ভেতরে গুনে ঢেউয়ের প্রখরতা।
মনের কারাগারে রাত্রির গন্ধে ক্লান্ত মানবিকতা
পৃথিবীর মতো অবসন্ন বিবশ হতাশা,
ভুলে গিয়ে বেঁচে থাকা চাই ; স্বর্গের মতোন।
হৃদয়ের সম্রাট কোলাহলে দাঁড়ায়ে মুগ্ধতায়
সাহসী পৃথিবী।