কবিতা: ভালোবাসার খোঁজ

 


ভালোবাসার খোঁজে

   আজিজুল হাকিম

---------------


ছেলেটি ভালোবাসার খোঁজে পথে নামলো

গ্রামের আল পথ ধরে শহরের রাজপথ 

পথের ধারে শিউলি জুঁই আর মহুয়ার সুগন্ধ

বাতাসের পাখায় যৌনো চাটনির সুবাস 

ছেলেটি কনফিউজ হয়ে যায় - 

সে কোনটা নেব? 


ছেলেটি ফাগুনের বারান্দার পাশ দিয়ে চলে যাচ্ছে

চৈতালি কটা চ্যাংড়া নিয়ে কালবৈশাখীর গল্পে মত্ত

ভালোবাসাহীন লু ঝড়ের গল্পে মশগুল 

ছেলেটি বলল, ভালোবাসার ঠিকানা জানো?

চৈতালি হাসল, ছেনাল জীবনের আবার ভালোবাসা! 


ছেলেটি পথে পথে ঘুরতে ঘুরতে 

এক সময় রাজপথে গিয়ে দাঁড়াল

সেখানেও ভালোবাসা নেই 

দেখল পপি গাছের চারা রোপণে ব্যস্ত 

ছেলেটি বলল, এখানে কোথাও ভালোবাসা আছে?

লোকগুলি হো হো করে হেসে উঠলো

বলল, ওসব আবার কি?

আফিম নেশায় মত্ত হয়ে অস্ত্র ধরেছি। 


অথচ ওকে অনেকেই ভালোবাসার গল্প শুনিয়েছিল

সমতার গল্প

মানবিকতার গল্প

সব পথের পথিককে শ্রদ্ধা করার গল্প 

ভালোবাসার পেলব বুকের স্বপ্ন দেখিয়েছিল

প্রতিশ্রুতি ছিল অন্যের ঘামের গন্ধ গায়ে না মাখার

কিন্তু হায়! আজ তারা কোথায়? 


ছেলেটি হতাশ হয়ে চলে যাচ্ছে

এক সময় সে লাল পথে নামল

দুই পাড়ে সবুজ ঘাসগুলি ভালোবাসার গল্পে বিভোর  

আরও খানিকটা পথ সে হেঁটে গেল  

দুই ধারে বড় বড় কৃষ্ণচূড়ার গাছ 

ঝাঁঝালো রোদের চোখে চোখ রেখে 

রক্তিম শিহরণে কেঁপে যাচ্ছে কৃষ্ণচূড়া বুক।

Post a Comment

Previous Post Next Post