কবিতাঃ আমি দুর্ভিক্ষের কথা বলছি/সৈয়দ হোসেন

 

আমি দুর্ভিক্ষের কথা বলছি

  সৈয়দ হোসেন

~~~~~~~~~~~~~~

 

আমি দুর্ভিক্ষের কথা বলছি,

তৈরি হচ্ছে ঠোসা পরা পোড়খাওয়া রুটি,

তেল লয়ে তেলেসমাতি আছে

বাজারে অগ্নি।

 

আমি উৎপাদনের কথা বলছি,

শিল্পে পাত, কৃষিতে কাত; ঐ-হোতা-হলো- যাহ্!

ভাত না খেয়ে আলু পোড়া খা

হায়! আফসোস 

ভূমিখোর হাসে চাষের জমি এখন লেমন-চোষ।

 

আমি অভাবী মানুষের কথা বলছি,

যয়না, ঘেচু, রয়নার কথা মনে পড়ে 

আটার ঝাউ, ভাতের মাড়ের কথা মনে পড়ে 

কাক-চিল, গঙ্গার কথা মনে পড়ে

উত্তাল পদ্মা মেঘনা গোমতীর কথা মনে পড়ে।

 

আমি কাজের কথা বলছি,

দেখি কঙ্কাল দেখি অশ্রুপাত দেখি ভুখা হাত 

কানেকানে কুট, যা শুনি তা জুট

আসছে, অভাব, আসছে আকাল, আসছে হরিলুট।

 

আমি স্বপ্নের কথা বলছি,

আকাশ পাড়ে দাঁড়িয়ে আছে ফ্যাকাসে সব মুখ

সিঁদুর মেঘে চাওয়া-চাওয়ি হয় এই বুঝি এলো সুখ

সেই আনন্দে আছি

তুমুল বর্ষণ শেষে উর্বর হবে ভূমি।

Post a Comment

Previous Post Next Post