শেষ প্রার্থনা
গোবিন্দ মোদক
এ পৃথিবীকে দেখি বিস্ময়ে চেয়ে থাকি
ছবি আঁকি মন-মানুষের,
লক্ষ-কোটি জন্ম শেষে মানুষ হিসাবে এসে
যা পেলাম তাই যেন ঢের।
কিছু বা সংযোজন বেশ কিছু বিয়োজন
দুঃখ আর হাসি ভরা ঘর,
কতো কিছু ছিল চাওয়া পাওয়া বা না পাওয়া
ভরলো না তবু অন্তর।
স্মৃতির ছলনে আসি মনে দুঃখ তবু হাসি
শ্রাবণের এই সন্ধ্যাবেলা,
কতো কাল বয়ে যায় পাহাড়ও ক্ষয়ে যায়
মন নিয়ে চলে তবু খেলা।
সারা হলো নাকো পূজা বাকি রয়ে গেল খোঁজা
তবু যেতে হবে সব ছেড়ে,
যা পেলাম মনের ঘরে তাই নিয়ে সাথে করে
বিদায় জানালাম হাত নেড়ে।
ফের যদি ফিরে আসি আরও যেন ভালোবাসি
আরও যেন সবুজ হয় মন,
তোমার কাছেতে তাই করজোড়ে বলে যাই
দিও এক নতুন জীবন!!