নির্ঝর
- মীর শাহানাজ খাতুন
আমি চঞ্চলা ঝর্ণা
হয় না আমার তূলনা
এঁকে বেঁকে বনে জঙ্গলে
মৃদু মন্দ লহর তুলে
বেজে চলি নূপুরের ছন্দে,
ছুটে যায় সাগরের গন্ধে,
হেসে খেলে মিশি মোহনায়,
ফেরার পথ আর নাহি পায়।
কথা বলি আকাশের সাথে,
জোছনা বিলায় গভীর রাতে
আমি ঝরঝর ঝরে চলি
সফেদ ফেনার ঢেউ তুলি।
তোমার অঝোর ধারায়
মন যে হারাতে চায়
ডাকো দিয়ে হাতছানি
নামটি দিলাম তোমায় পানি
ও হে ছবির রানী।
Tags:
সাহিত্য-কবিতা