বিবর্ণ অনুভূতি
নিহার বিন্দু বিশ্বাস
*******
মায়াবী আঁচলে
বাঁধা পরে
আছি লোকালয়ের ভিরে
উষ্ণ বুকের
ঘাম,স্নেহমাখা হাত, স্মার্ট মন
তোমার সাগরে
সাম্পান ভাসিয়ে প্রতীক্ষায় আছি।
হৃদয় দিয়ে
দেখি
ভালোবাসার
বুলেটে আহত প্রাণ ;
তোমার বুকের
উষ্ণতায় খাঁ খাঁ রোদ্দুর
প্রতি সেকেন্ডে
চৌষট্টিবার তোমার হৃদয়ে -
স্বাধীনতা
হয়ে আসতে পারি স্বপ্নের মিছিলে।
প্রেমগিরি
পাহাড়
সুবিমিশ্র
শব্দের কোরাস ; অগ্নিপ্রেমে জর্জরিত
তোমার বুকের
ঘ্রান এখনও লেগে আছে গায়!
কথার কাসুন্দিতে
রাবিন্দ্রীক প্রেম ; চেতনায় বিভোর।
চেতনার ঝিলিক
স্মৃতির
জল, ফেরারি মন হৃদয় জুড়ে
গঙ্গার যৌবনা
জল ভালোবেসে ডেকে নিল পবিত্র স্নানে।
সময়ের বোতাম
ধানখেতে
কিশেরি মন ; আশ্রয় নিয়েছে কুমারী প্রেমে।
পৃথিবীর
প্রথম প্রেমে যামিনী কাঁপে
ইশ্বর সাক্ষী
জনতার বুকে।
ধূসর বিকেল
সেনালি রোদ্দুর,
প্রেমের
পলিতে সবুজ ঘাসের চোখ
বাতাবি লেবুর
ঘ্রান মিশে আছে সন্ধ্যার কিনারে।
উচ্ছ্বাসের
অনুভূতি আজও জানায় দাড়িয়ে শ্বাস নেয়।