শব্দ সমুদ্র প্রেম- নিহার বিন্দু বিশ্বাস

 

শব্দ সমুদ্র প্রেম

   নিহার বিন্দু বিশ্বাস

 

শব্দের জানালায় দরজা খুলে বসেছি -

অনন্ত জোসনা এসে উঁকি দেয়

স্নেহ বিলায় শব্দের অন্তরঙ্গে বহিরাঙ্গে।

 

শব্দ হাসে কথার জালে

একের পর এক শব্দের মায়া তৈরি হয়

অন্তরে জাগে শামুকি প্রেম - অনুভূতিতে। 

 

জলের সমুদ্রে দরজা খুলে বসেছি -

স্রোতের প্রেমে হাবুডুবু ; জলতরঙ্গ

ক্রমশ আঘাত হানে ভালোবাসার নীড়ে ;

গাঁথে মালা শেওলার ফুলে, ঝিনুক মূলে। 

শাদা কাদায় প্রেম আলিঙ্গন করে অহর্নিশ। 

 

শব্দ সমুদ্র কী কাছাকাছি বাস ;

একে অপরের ইর্শায় চুম্বন করে ঘেষাঘেষি করে। 

জলের গর্ভে জন্ম নেয় - প্রতিনিয়ত শব্দ! 

শব্দ প্রেম নতুন খামে চিঠি লিখে 

মন হারিয়ে যায় মনের বারান্দায় প্রেমালোকে।

 

কাগজের নৌকায় বাজার বসেছে -শাদাপ্রেম! 

শঙ্খচিল উড়ে উড়ে নিয়ে যায় - একফোঁটা প্রেম;

বসন্তবাতাস বাঁশের সুগন্ধি বিলায় চন্দন ডালে

বাসা বাঁধে প্রকৃতির চিলেকোঠায়, 

নদীর ধারে বেতের ঝোঁপে।

 

সময়ের পাঁচফোড়ন -

অলৌকিকভাবে নিয়ন্ত্রিত - এক প্রেম। 

সদা জাগ্রত অতন্ত্রপ্রহরি 

জেসনা নগরে শব্দ বানায়, ফেরি করে নক্ষত্র পাড়ায় ;

লাইটপোস্টের নতুন খামে।

Post a Comment

Previous Post Next Post