একপশলা আলোর জন্য - আজিজুল হাকিম

 

একপশলা আলোর জন্য

    আজিজুল হাকিম  

 

তোমাকে নিয়ে একপশলা আলোয় ভিজবো বলে 

পেরিয়ে এসেছি সুদীর্ঘ দুটি যুগ  

হ্যাঁ, এই একপশলা আলোর জন্যেই   

ফুসফুসে বিছিয়ে দিয়েছি যক্ষা রোগের অগুনিত ভাইরাস 

ওদেরকে বলেছি কুরেকুরে খাও প্রতিটা কক্ষ 

দিনের পর দিন রক্তকে উগরে ফেলেছি 

পৃথিবীকে বলেছি চেটে দেখো আমার রক্তের স্বাদ 

আজও বেঁচে আছি ঠিক না মরে বাঁচা ক্ষতবিক্ষত সৈনিকের মতো   

তবুও তোমার সাথে একপশলা আলোতে ঠিক  আজও ভেজা হলো না।   

 

তোমাকে নিয়ে কতদিন আলোর বৃষ্টিতে ভিজতে চেয়েছি বলো?

লোভনীয় গোলাপের খোদাই করা বুকের ভিতর 

তোমার তরবারির মতো হৃদয় আমি তো দেখতে পাইনি, প্রিয়া । 

তাই উৎশৃঙ্খল মেন্যাডসের মতোই হাসতে হাসতে  

আমাকে আঘাতের পর আঘাত করেছ  

ফালাফালা হয়েছে এ হৃদয় 

হলারে হলারে নিষ্পেষিত হয়েছি বারবার   

মাথার ভিতর ঘুরেছে কেবল বারমুডা ঝড় 

হারিয়ে ফেলেছি আমার দিশা  

অন্তহীন ঘূর্ণিস্রোতে নিমজ্জিত হয়েছি;    

আলো থেকে সরে গেছি লক্ষ কোটি আলোকবর্ষ দূরে  ---   

ঘোর অন্ধকারে - জাহান্নামে আমাকেই আমি  হারিয়ে ফেলেছি কবে।   

 

অথচ এক পশলা আলোর জন্যই সমাজের ডাস্টবিন থেকে

তোমাকে তুলে এনেছিলাম নিঃশর্ত 

সামাজিক ছিঃছিঃকার তোয়াক্কা না করে 

সকলের বিরূদ্ধে বিদ্রোহ করে 

সামাজিক সম্মানের ফাগুন বারান্দায়  

শিশির ভেজা গোলাপের মতোই  

তোমাকে উদ্ভাসিত করতে চেয়েছিলাম ।   

তোমার উৎশৃঙ্খল স্বেচ্ছাচারী জীবনে  

আনতে চেয়েছিলাম সুশৃঙ্খল আলোক ছটা।

 

যার কারণে অবিশ্বাস্য বিস্ময়ে সমাজ হয়েছে অতবাক

সকলের হীরের টুকরোটি তোমার ছোঁয়ায় পেয়েছে কয়লার রূপ  

ঘৃণা আর অবজ্ঞা ছাড়া কোন কিছুই কপালে জুটেনি আমার।   

হারিয়ে ফেলেছি আমার ঔরসজাত অধিকার

সকলের সঙ্গে চ্যালেঞ্জ ছুঁড়ে 

তোমাকে নিয়ে শূন্য পকেটে শুরু করেছিল জীবন সংগ্রাম  

বাঁশবনের কুড়োঘর থেকে তোমাকে তুলে এনেছিল শহরতলীর রোদ-বারান্দায়   

তবু তো ভুলতে পারোনি অন্ধকারে মোড়া তোমার সেই পঙ্কিল পথ

ভালোবাসার সাগর ঢেউয়ে তোমাকে নাস্তানাবুদ করে

কতদিন ফিরিয়ে আনতে চেয়েছি, বলো?    

এসেছ কি? ফিরে তো আসতে পারোনি, প্রিয়া।  

সুগন্ধিত বাগিচা ফেলে ফিরে গেছো দুর্গন্ধ ভরা ছেনাল পথে।   

 

ছলনার জাদুতে প্রেম তো টিকে না, প্রিয়া। 

সে চায় আস্থা, বিশ্বাস আর সম্মান 

সেই বোধটুকুই তোমার হৃদয়ে অঙ্কুরিত হলো কই? 

 

উপন্যাসের পাতায় পড়ে আছে আজও 

তোমার আর আমার জীবনের উপসংহার - 

“তোমার আঁধার পথে আলো নেই দেখি

তোমার রক্ত গোলাপ কুলষিত এ কি!

জ্বালতে গিয়ে তোমার জীবনের আলো

আমার আলোর পথ হলো ঘন কালো।”

 

আজ কোনো বাধা নেই 

আমি তো ধরে নেই তোমায় 

তুমিও আমাকে ছেড়ে চলে যাও,  

চলে যাও তোমার প্রিয় পথে

যেখানে ঘৃণা ছাড়া তোমাকে দেওয়ার মতো আর কিছুই আমার নেই।

  

এক পশলা আলোয় না হয় আমি একলাই ভিজবো চিরকাল।  

2 Comments

  1. বিবরণ বেশ ভালই লাগলো।

    সুন্দর গল্পের প্লট। আরও বেশি পাঠক মেনে নিতো বলে আমার মনে হয়।

    ReplyDelete
    Replies
    1. আন্তরিক ধন্যবাদ রইল সুপ্রিয়, দাদা।

      Delete
Previous Post Next Post