ফাগুন এসেছিলো
হাবিবুর রহমান
ফাগুন কখন গেয়ে গেল
গান গুনগুন,
আনমনা এই মন বোঝে
নি তখন।
ঝিরঝিরে দক্ষিনা
পবন -
মনে হয়,বয়েছিল অকারন।
ধপধপে বেল ফুল
মধুর গন্ধে মন হয়েছে
আকূল।
গাছে ফুটে গন্ধরাজ,
কী সুন্দর গন্ধ তার।
সেদিন কোকিল অকারনে
গেয়ে গেছে কুহুতন
করে মন তোলপাড়।
আকূলি বিকুলী পরাণ
-
অকারনে ক্ষণেক্ষণে
করেছি তোমারি সন্ধান।
তুমি ছাড়া সবই আছে,
তুমি শুধু নেই কাছে।
এমনি এক বসন্ত প্রাতে
মালা গেঁথে দুজনাতে,
হাতে হাত ধরেছিনু
কঠিন সফতে ,
সুখে দুঃখে আঁকাবাঁকা
পিচ্ছিল পথে -
চলবো দোঁহে একসাথে।
হটাৎ ঘূর্ণি ঝড়ে-অশান্ত
সাপের ফণায় -
ছিটকে দিল দুজনায়।
বসন্ত গেছে ঝরে,
তুমি আজ কত দূরে?
কেমন আছো জানিনা,
মন বড় আনমনা।
ফাগুনের গুনগুন,
অন্তরে জ্বলিছে আগুন।
এ জীবনে নিভ্ভে না
নেভানো তো যাবে না।
Tags:
সাহিত্য-কবিতা
Khub sundar
ReplyDelete