Notice লেখার সহজ নিয়ম-১

 

Notice লেখার সহজ নিয়ম-১

মাধ্যমিক ছাত্রছাত্রীদের উদেশ্যে বলা হচ্ছে যাদের ইংরাজিতে Sentence বা বাক্য তৈরির দক্ষতা আছে তাদেরকে কেবল Notice লিখার নিয়মাবলী অনুসরণ করলেই চলবে।

Notice লেখার নিয়মাবলীঃ

১) Notice – এ একটি শিরোনাম দিতে হবে।

২) Notice – এ তারিখ দিতে হবে উপরে ডান দিকে অথবা তলায় বাঁ দিকে।

৩) Notice – এর তলায় ডানদিকে Notice দাতার সই থাকতে হবে।

৪) Notice – দাতা যদি ছাত্র হয় তাহলে অবশ্যই প্রধান শিক্ষকের প্রতি স্বাক্ষর বা Countersigned by the Headmaster লিখতে হবে।

৫) Notice বর্তমান, ভবিষ্যৎ এবং Passive voice – এ লিখতে হবে।

৬) যেদিন নোটিশ লিখবে সেদিন থেকে অন্তত পক্ষে ১৫ দিন পরের তারিখে অনুষ্ঠানের তারিখ লিখতে হবে।               

 

আর যারা ইংরাজিতে বাক্য তৈরি করতে পারবে না তাদেরকে বিশেষ পদ্ধতিতে নোটিস লিখতে হবে। সেই বিশেষ পদ্ধতিগুলো হল স্কুল বা কোন ক্লাবের যে কোন ধরণের সংস্কৃত অনুষ্ঠান বা Cultural fuction সম্পর্কে নোটিস লিখতে বললে নিচে দেওয়া নোটিসটি লিখলেই চলবে। কেবল বাঁকা অক্ষরের শব্দগুলি সযত্নে পরিবর্তন করতে হবে। যেমন ক্লাবের ক্ষেত্রে All the students of our school – এর জায়গায় All the members of our club লিখতে হবে। School campus – এর জায়গায় Club campus লিখতে হবে। class, section, roll number – এগুলি লিখতে হবে না। students – এর জায়গায় members লিখতে হবে। তাহলেই ক্লাবের cultural fuction বা programme সম্পর্কে নোটিশ লেখা যাবে।

যেমন- Your school is going to arrange a cultural function in your school. As a cultural secretary write a notice (within 100 words) on the notice board to participate the students in the function. Your notice should be countersigned by the Headmaster/Headmistress of your school. (তোমার স্কুল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চলেছে। একজন সাংস্কৃতিক সম্পাদক হিসাবে (১০০ শব্দের মধ্যে) ছাত্রছাত্রীদের অংশগ্রহণ করতে বলে নোটিশ বোর্ডে একটি নোটিশ লিখো। তোমার নোটিশে তোমার স্কুলের প্রধান শিক্ষক/শিক্ষিকার কাউন্টার সাইন করতে হবে।

এই প্রশ্নের ভিত্তিতে নিচের নোটিশটি দেওয়া হল।       

NOTICE

    Cultural Function

                                                                                                  Date: 10/12/2021

All the students of our school are hereby notified that our school is going to held a cultural function in our school campus at 02 p.m. on 25th January 2022. All the willing students who want to participate write down an application to the secretary of cultural committee within seven days. You should mention your name, class, section roll number and the items in which you will perform. List of selected participants will be hung up on the notice board on 20th January. All the students are being requested to co-operate to make successful and pleasant function.

 

Sd/                                                                                        Al-Hadi Hakim

Countersigned by the Headmaster                           Secretary of Cultural Committee

 

 

          এবার দেখ, Your club is going to arrange a cultural function in your club. As a cultural secretary write a notice (within 100 words) on the notice board to participate the members in the function. (তোমার স্কুল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চলেছে। একজন সাংস্কৃতিক সম্পাদক হিসাবে (১০০ শব্দের মধ্যে) সদস্যদের অংশগ্রহণ করতে বলে নোটিশ বোর্ডে একটি নোটিশ লিখো।)

       যদি এমন প্রশ্ন মাধ্যমিকে পড়ে তোমাকে নিচের নোটিশটি লিখতে হবে।

NOTICE

   Cultural Function

                                                                                                  Date: 10/12/2021

All the members of our club are hereby notified that our club is going held a cultural function in our club campus at 02 p.m. on 25th January 2022. All the willing students who want to participate write down an application to the secretary of cultural committee within seven days. You should mention your name and the items in which you will perform. List of selected participants will be hung up on the notice board on 20th January. All the members are being requested to co-operate to make successful and pleasant function.

 

                                                                                              Al-Hadi Hakim

                                                                                Secretary of Cultural Committee

                                                                                                    L.S. club

 

          এভাবেই যে কোন function বা programme-এর উপরে নোটিশ লেখা যাবে। যদি অন্য বিষয়ের উপরে নোটিশ লিখতে বলে তাহলে নোটিশ লেখার পরবর্তী নিয়মে পরের পোস্টে আসবো।

 

Post a Comment

Previous Post Next Post