স্বাধীনতা
আজিজুল হাকিম
স্বাধীনতার খোঁজে পথে নামলাম। কিছু দূরে গিয়ে দেখি পথটি রহস্যময় অন্ধকারে আড়াল হয়ে গেছে। আকাশের দিকে তাকালাম। ঘন মেঘের আস্ফালনে সূর্য মুখ ঢেকে আছে। অবশেষে শীত এলো। কুয়াশার অন্তরালে মুখ ঢেকে থাকল। বসন্ত পেরিয়ে গেল ফুল ফুটলো না। গ্রীষ্ম এলো। ধুলোবালিতে আকাশ ঢেকে থাকল।
অবশেষে অন্য পাড়ায় গেলাম। বেজাতের বলে একটা ঠ্যাং ভেঙে দিল। কোনক্রমে বাড়ি ফিরলাম। দেখলাম সিপাহীরা আমার বাড়িটিকে ধূলিসাৎ করে দিয়েছে। আমি প্রতিবাদ করলাম। ওরা আমাকে একটি বুলেট উপহার দিল।