কবিতা-ক্ষুধার্তের প্রলাপ

 


ক্ষুধার্তের প্রলাপ

        আজিজুল হাকিম

~~~~~~~~~~~~~~~~~~~~~~~

আমার পেটে নরকের আগুন লকলক করছে ।

খোলা আকাশের তলায় ফুটপাতে পড়ে আছি আমি ;  

চোখ দুটি আঁটকে আছে ঝকঝকে অপসৃয়মান চাঁদের বুকে ।

 

পাড়ায় পাড়ায় দামি সিগারেটের ঘূর্ণায়মান ধোঁয়ায়

জমে উঠেছে রুপোলী চাঁদের গল্প ;  

আমার পেটে ক্ষুধার ক্ষত বাড়ছে অবিরত ।

 

চাঁদ ছুঁবে বলে নেশায় মেতেছে দেশ,  

চোখেমুখে ঝিলিক মারে ধর্মের আস্ফালন,  

নেতাদের গবেষণাগারে উৎপাদিত হয়    

গোবর আর গো-মূত্রের আহামরি ।

রাস্তার পাশে শায়িত পেপারে গোটাগোটা অক্ষরে 

জ্বলজ্বল করে বিদেশ সফরের খবর ;

উন্নতির কথা প্রতিধ্বনিত হয়

মমত্বহীন কংক্রিটের দেয়ালে ।

 

প্রতিদিন আমার ছবি খুঁজি ,

আমার খিদের যন্ত্রণার কথা খুঁজি ,  

আমার খাবারের খবর খুঁজি

পেপারের পাতায় পাতায় ।

মিডিয়ারা কেবল নেতাদের স্তুতি গায় -    

সমুদ্রের ওপার থেকে ভেসে আসে

আমার দেশের মেকি উন্নয়নের গান ।

 

চাঁদের বুকেই কি লুকিয়ে আছে আমার খাদ্যের সন্ধান !

শহরের রঙিন আলোয় ঝলসে যাচ্ছে আমার দেহ ।

আমার খাবার ধর্ম, যুদ্ধ আর চন্দ্র ভ্রমনের রসদ যোগায়     

ওরা আমার জীবন চায়,  

ওরা আমার মাংস চায় --  

সুস্বাদু ঝলসানো মাংস  !    

Post a Comment

Previous Post Next Post