তারা খসা
আবদুস সালাম
আকাশ রঙের সংসার
পেতেছি রাস্তায়
বিচ্ছিন্ন একক,সন্যাসী
সংসার
বিপন্নতার শরবত খেয়ে
বেঁচে আছি
সুখের ঘুঙুর বেজে
চলে আনমনে
ফনিমনষার ঝোপে এলোপাথাড়ি
অবসর
মনে পড়ে শচীন বাবুর
গান ( আজ কেন ভালোবাসোনি)
বুকের পাঁজর ভেঙে
শূন্যতা বাসা বাঁধে
অভিমানে তারারা খসে
পড়ে
বিনিদ্র অপেক্ষারা
আত্মগ্লানীর বাজনা শোনায়
বৈধতার ওপারে ব্রহ্মলোক,মহাকাশ
অতিশূন্যতায় পাড়ি
জমায়
ধুয়ে ফ্যালে নিজস্বতা,মিশে
যায় তারাখসাদের দলে
দেখে নিও একদিন এভাবেই
হারিয়ে যাবো তারাদের মতো ,ছায়াদের দেশে
প্রেম
আবদুস সালাম
স্রোতের টানে নিরন্তর ভেসে যাওয়া
অন্ধকারের ভীড়ে নিমন্ত্রিত
যুদ্ধক্ষেত্র
পাড় ভেঙে যায়
বিনম্র অন্ধকার হাঁতড়ে
জাপটে ধরি দাঁড়- ভাঙা নৌকা
বালুচর ডিঙিয়ে রাত
ভোর হয়
হাবুডুবু খায় রক্ত
মাখা ভোরের নিশান
চিৎকারে কেঁপে ওঠে
অমোঘ বধ্যভূমি
বিরুদ্ধতার নিশান
ঝুলছে সংসারে
সবুজ ঘাসে ঝলসে উঠেছে
বিষন্ন মশাল
সময়ে অসময়ে ছূঁড়ে
ফেলি চিত্তশুদ্ধির আরক
দ্বায়িত্বহীন সেতার তোলে ঝংকার
হাততালির সংলাপে
পান্ডুলিপি ভরে যায়
নিমন্ত্রিত সংসারে
অনিমন্ত্রণ ঢুকে পড়ে
অসময়ের বুকে প্লাবন
ঢুকে পড়ুক সমৃদ্ধির
স্নিগ্ধ সকালে পার
হয়ে যাবো উৎকন্ঠার ঊপকূল
মলিন উঠোনে নেমে
আসুক সূর্য
ভিন আকাশের তারা পত্রিকা গোষ্ঠীর সকল কর্মকুশলীবৃন্দকে হার্দিক শুভেচ্ছা।
ReplyDeleteএই সংখ্যা তে আমার কবিতা রাখার জন্য