স্মৃতি তোমায়
আজিজুল হাকিম
বহুকাল
হতে খুঁজে ফিরি তোমায়,
ফেসবুকের পাতায়
গোলাপের পাপড়ির মতই
নিঃশব্দে খসে পড়ে -
আমার সময়ের মুহূর্তরা।
সময় স্রোতে ভেসে যাই আমি আমারই অজান্তে।
ধূসর পাতার মতোই সুপ্তপ্রায় তুমি আমার হৃদয়ের বনানীতে
খেয়ালী দমকা বাতাসে উলটে যায় পাতা -
বলেছিলে, "যাবেন কিন্তু......
অপেক্ষায়
থাকব।"
এখনো ধুলো উড়ে, পেট্রোল পুড়ে -
গাড়ি ছুটে হাজার হাজার কিলো মিটার -
হয়ত বা কখনো তোমার দরজা ছুঁয়ে;
তখন বুকে গ্রীষ্মের আস্ফালন।
কি করে যাব বল?
পায়ে
যে আমার শিকল বাঁধা!
Tags:
সাহিত্য-কবিতা