বহুগামী আমি
সৈয়দ আসরার আহমদ
পর্ব-৯০
শোভা একমেব অদ্বিতীয়ম! ওর মতো ত্যাগী মেয়ে এ দুনিয়ায়
খুঁজে পাওয়া ভার৷ মৌয়ের সঙ্গে আমার সহবাসের ঘটণা জেনেও কোনও বিরূপ প্রতিক্রিয়া জানায়
নি৷ আবার তার বিছানায় বসে মৌকে লম্বা চুম্বনের দৃশ্য সে উপভোগ করেছে৷ কেবল মাত্র এ
কথা ভেবে যে মৌয়ের বোধোদয় হয়েছে৷ সে থানায় অভিযোগ করে ভুল যে করেছিল তা উপলদ্ধি করতে
পেরেছে৷ সর্বোপরি আমি যে সম্ভাব্য ভয়ংকর বিপদ থেকে মুক্তি পেয়েছি তাতেই সে তৃপ্ত৷
শোভা যে আমাকে কতখানি ভালবাসে তা ভাষায় ব্যক্ত
করা মুস্কিল৷
মৌ চলে যাচ্ছিল শোভা
বলল, বস আমি চা নিয়ে আসছি, চা খেয়ে যাবি৷
কিচেন থেকে মুখ বাড়িয়ে
সে মৌকে ডেকে নিয়ে ফিসফিস করে কি বলল, তাতে দুজনে কলকল করে হেসে উঠল৷ আমি তাদের হাসির
কারণ জানতে চাইলে মৌ বলল, আপনাকে আমাদের দু বন্ধুর ব্যক্তিগত কথা কেন বলব?
শোভা বলল, তোমাকে
পরে বলব৷
- এই খবর্দার বলছি
বলবি না কখনও৷
চা খেয়ে মৌ চলে যাচ্ছিল
শোভা বলল, তুমি যেতে চাইলে ওর সাথে ওর ঘরে যেতে পারো ৷
মৌ বলল, চলুন দু
জনে আজকে আমার ওখানে দুপুরের খাবার খাবেন৷
শোভা বলল, তুই বরং
লান্চ খেয়ে যাবি৷
- তাও হয়৷ অসুবিধা
নেই বলে মৌ আমার সামনে বসে আমার মুখের দিকে চেয়ে থাকতে থাকতে বলল, তুমি অনেক সুন্দর
দেখতে৷ তোমাকে দেখে অমি মোহিত৷
আমি তার অনুরাগে
রঞ্জিত কথার কোনও জবাব না দিয়ে শোভাকে বললাম, দ্যাখো শোভা, পাগলিটা কি বলছে!
- কি বলছিস রে মৌ?
- বলছি তোর বর দেখতে
কত সুন্দর৷
শোভা আমাকে উদ্দেশ্য
করে বলল, সুন্দরকে সুন্দর বলায় পাগলামির কি পেলে তুমি? তুমি তো সুন্দর, সুন্দরতর ও
সুন্দরতম৷
- লে হালুয়া৷ অতিরঞ্জনেরও
একটা সীমারেখা আছে। তুমি তো ডার্লিং ছাড়িয়ে যাচ্ছো সেই লাইন৷
মৌ বলল, অতিরঞ্জনের
কি আছে? তুমি সত্যিই আমার দেখা যুবকদের মধ্যে সুন্দরতম৷ আমি তোমাকে পেলে বিশ্বের সব
কিছু ছেড়ে দিতাম৷ শোভা খুব ভাগ্যবতী তোমাকে পেয়েছে৷
- তোমরাও দু জনে
খুউব সুন্দরী৷ আমার দৃষ্টিতে শোভা সেরা সুন্দরী৷ তুমিও কিছু কম যাও না৷
মৌ বলল, শোভা আমার থেকে অনেক সুন্দর
দেখতে৷
সব মানুষের চোখে ভালবাসার পাত্রপাত্রী
মাত্রই সুন্দরতম হয়ে থাকে৷ শোভা আমাকে মন প্রাণ দিয়ে ভালবেসেছে তাই তার চোখে আমি সুন্দরতম৷
আর তুমি গতকাল থেকে আমাকে ভালবাসতে শুরু করেছ তাই তোমার দৃষ্টিতেও আমি সুন্দরতম৷
- এই শোভা একটা কাজ
করলে কেমন হয় আমি তো তোমাকে বিয়ে করেছি এবার মৌকেও বিয়ে করে নিই!
- হ্যাঁ করতে পারে
মুসলমানদের তো ধর্মেই বহুবিবাহের অনুমোদন রয়েছে৷ তুমি করলে করতে পারো ৷ আমাদের দুজনের
কেউ অভিযোগ না করলেই তোমার কোন ক্ষতি হবে না৷
- শোভা তুমি মুসলিমদের
যে বহুবিবাহের কথা বললে তা বাজারে সাম্প্রদায়িক গণমাধ্যম আর সাহিত্যিকদের প্রচার৷ কেউ
সত্যটাকে তুলে ধরে না৷ মুসলিমদের বহুবিবাহের অনেক পূর্ব শর্ত যে রয়েছে সে কথা অনেকে
জানে কিন্তু কেউ তুলে ধরে না৷ প্রথম স্ত্রী থাকতে দ্বিতীয় বিবাহের জন্য প্রথমেই প্রথমার
অনুমতি দরকার৷ প্রথম স্ত্রী সন্তান ধারণে অক্ষম হলে দ্বিতীয় বিয়ে করা যাবে৷ আর প্রধান
শর্ত হচ্ছে সব বউকে সমান দৃষ্টিতে দেখতে হবে৷ কারো প্রতি leanness থাকা চলবে না৷ এইসব
শর্ত মহামানব ছাড়া কেউই পালন করতে পারবে না৷ তাই বহুবিবাহ মুখের কথা নয়৷
- এসব কথা আমরা জানতাম
না৷ তোমার কাছে প্রথম শুনলাম৷
মৌ বলল, সত্যি আমরা
মুসলিমদের সম্পর্কে কিছুই জানতে পারি না৷ অথচ হিন্দু ধর্ম সম্পর্কে মুসলিমরা অনেক কিছুই
জানে যেহেতু স্কুল পাঠ্যে সেসব পড়ানো হয়৷ মুসলিমদের ধর্ম সম্পর্কে স্কুলপাঠ্যে কিছুই
থাকে না তাইতো আমরা জানতে পারি না৷
আমি বললাম, এসবই
সাম্প্রদায়িকতাবাদী মন্ত্রী আমলাদের ষড়যন্ত্র৷ দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই প্রবণতা
চলে আসছে৷
স্বতঃ লেখকের দ্বারা সংরক্ষিত
চলবে (৯১)