আমাকে চিৎকার করতে
দাও
এষা বেলা
আমাকে, আমাকে কেবল
চিৎকার করতে দাও
যত পারবো আমি গলা
ছেরে চিল্লাবই
হেঁড়ে গলায় জাতীয়তাবাদের
গান গেয়ে যাব
আমার মন্ত্রের কাছে
কোন তন্ত্রই টিকবে না
আর যে শালা আমার
বিরুদ্ধে বলবে
তাকে দেশদ্রোহী বানিয়ে
ছাড়ব
আমার দেশে আমি যা
খুশি করব
মারবো, ধরবো, ভিটেমাটি
উচ্ছেদ করব
আর যখন শোরগোল পড়বে
তুমি আমার ধুতিতে
টান দিও
পারলে ধুতির গোছা
কেটে নিও
লোকের দৃষ্টি তো
ফেরাতে হবে
মিলিয়ন মাইল দূর
থেকে তোমার চোখে চোখ রেখে
কথা তো বলতে হবে
চিৎকার তো করতে হবে।
Tags:
সাহিত্য-কবিতা
Very good poem
ReplyDelete