এপারে এসো
আজিজুল হাকিম
~~~~~~~~~~~~~
ভুল করো কেন ? এপারে এসো ।
আমার হৃদয়ের পোতাশ্রয়ে নোঙর ফেলে দেখ;
এখানে পাবে না তালেবানি বা আর এস এস বাতাস
এখানে পাবে হাসনাহেনা, রজনীগন্ধা সুবাস ।
ওপারে যেও না কো তুমি, বারুদের গন্ধ আসে নাকে
ওরা নির্মম নিপীড়নে মাছ ঢাকে ধর্মের শাকে;
ওদের মাথায় রক্ত চড়ে থাকে অবিরাম
ধর্মের দোহায় দিয়ে চালায় অপ্রগতির কাম ।
নিরন্ন, বুভুক্ষ মিছিলের বিস্তৃতি বাড়ায় ওদের হাত
কর্মহীনতার জয়গানে যুবক যুবতীর মনে বাড়ে ক্ষত ।
ওপারের সৌন্দর্য আলেয়াকেও হার মানায়,
অসীম মরু বুকে মরিচিকাও লজ্জায় পালায় ।
আর কত কাল এভাবে দূরে রবো বলো ?
ঘৃণিত কালিমা লিপ্ত মন
হৃদয়ের বরফ গলা জলে ধুয়ে ফেলো ।
এপারে এসো, আমার এ হৃদযের হারবারে,
জাতের বজ্জাতি ফেলে মনুষত্বের অন্দরে ।
এসো না, প্লিজ ! মিলনের আনন্দে নাচি
ধর্মের দূরত্ব ছুঁড়ে এক টুকরো ভালোবাসায় বাঁচি ।
রচনা: ০৫/০৯/২১
রাত: ১টা
Very impressive poem
ReplyDeleteThank you so much.
Delete