অন্তরা, তোমাকে নিয়ে
অজিজুল হাকিম
অন্তরা !
তুমি ঘুমিয়ে গেলে
তোমার কানে সুড়সুড়ি
দেব,
তোমাকে কাতুকুতু
দেব,
উত্তেজনা দেব,
উত্তেজিত করব,
অশান্ত বানাব ।
অন্তরা,
তোমাকে ঋতুমতী বানাব,
ভূমি-কন্যা বানাব,
উর্বরা বানাব,
আগুন বানাব,
স্ফুলিঙ্গ বানাব
।
অন্তরা,
তোমাকে তরবারি বানাব,
বানাব ঢাল,
তোমাকে অ্যাটম বোম্ব
বানাব,
সাইক্লোন বানাব,
সুনামি বানাব,
কালবৈশাখী ঝড় বানাব
।
অন্তরা,
তোমাকে পূর্ণিমার
চাঁদ বানাব,
অমাবস্যার রাত বানাব,
সাহারা মরুভূমি বানাব,
আফ্রিকার বনানী বানাব,
তোমাকে একতারা বানাব,
অর্কেস্ট্রা বানাব
।
অন্তরা ,
তোমাকে নিয়ে কি যে
করব মাইরি !
তোমাকে নিয়ে না
,
তোমাকে নিয়ে ছিনিমিনি
খেলব ।