ঈশ্বরের করুণা / Iswarer Karuna

 

ঈশ্বরের করুণা

- আজিজুল হাকিম

~~~~~~~~~~~~~~~~~~~~~~

জীবনের কোন মানে আছে কি জানো ?

আমি তো খুঁজেছি তাকে অন্তর কোলাহলে ।

শূন্য বাগিচা বুকে আগামীর স্বপ্নে বিভোর

ধূসর নিশীথে দেখেছি সেখানে মূর্ছিত ভ্রমর

দেখিনি সেখানে সুখের কোন সুনিশ্চিত কূল ,

ফুটেনি সেখানে কোন সুশোভিত সুগন্ধিত ফুল ।

কার কাছে তুমি সুখ চাও ?

কার কাছে চাও শান্তির পরশ ?

সেও তো একজন ভিখারি

অথবা উদাসীন কপট ।

তুমি কি দেখেছ তাকে, কি খেলার ছলে

পাঠিয়েছে তোমায় অশান্তির দুয়ারে !

কি মরীচিকা ! কি আলেয়া !

কি হাসি বিদ্যুৎ উল্লাসে !

নির্লজ্জ তামাশায় হৃদয়ের অন্দরে হাসে ।

অথচ তুমি তাকে দয়ালু বলো,

তাকেই বলো মেহেরবান ! 

 

যখন আফগানিস্তান, ইরাক , সিরিয়ায়

নিষ্পাপ শিশুর বুকে গুচ্ছ বোমের আস্ফালন

আর পৃথিবীর জুড়ে মানুষরূপী কঙ্কালের কান্না

আকাশে বাতাসে প্রতিধ্বনিত হয়,

যখন ধর্মের মেকি শান্তির নদীতে

ভিন ধর্মের রক্তে উৎফুল্লিত হয়;

সারা বিশ্ব জুড়ে দাপিয়ে বেড়ায় শয়তান

তখন কিভাবে নিরব থাকে,

কিভাবে উদাসীন থাকে ঈশ্বর-ভগবান?

 

যে উপাসনালয়ে শয়তানের প্রবেশ নিষেধ

সেখানেই দেখি তার আধিপত্য অনিঃশেষ,

যে মৌলবীর মুখে পর্দার শাসন শোনো বারোমাস

সে-ই পরস্ত্রীর যোনিদ্বার আর স্তনচূড়া করে গ্রাস ।

 

তখনো ঈশ্বর হাসে,

ঈশ্বর হাসে নিরব উল্লাসে ।

কেবল কেঁদে ফেরে মানব সমাজ ।

 

রচনা: 26/06/2021

Post a Comment

Previous Post Next Post