ভৌতিক গল্প-আজিজুল হাকিম

 



ভৌতিক গল্প

আজিজুল হাকিম

~~~~~~~~~~~~ 

 

দিনের ঝাঁ চকচকে আলো নেই;

তবে রাতের মিশকালো অন্ধকারও নয় ---

রুপোলী জ্যোৎস্নার মতো

কোন এক সুষমামণ্ডিত স্বর্গীয় আলোয় ভেসে যাচ্ছে আমার দেহ,

মোহময় রূপ-লাবন্যধারা ।

 

আমার হাভেলির দায়িত্বপ্রাপ্ত এক শয়তানের মালিকানায়

গোপনে বিক্রি হয় আমার বুকের সুফলা ফসল

নিঃসাড়ে চুরি হয়ে যায় আমার অন্দর মহল

এদিকে কয়েকটা পড়শি

তাদের শকুনের ডানা ওয়ালা সরীসৃপের মতো হাত

খুবলে নিচ্ছে আমার দেহ স্বর্গের সুডৌল বক্ষোজচূড়া ।

 

তবুও আমার দেহ রক্ষীর দল বন্দুক বুকে দিবানিদ্রায় থাকে উদাসীন

আমার কচিকাঁচাদের চোখে মশাল জ্বলে উঠে

বজ্রকণ্ঠে আকাশে-বাতাসে, দেশের-অন্দর বন্দরে প্রতিধ্বনিত হয় প্রতিবাদের হুঙ্কার ।

আর তখনই তাদের উপরে নেমে আসে ভয়ঙ্কর সন্ত্রাসের ভৌতিক থাবা 

তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় অতি নারকীয় ভৌতিক জগতে

নরকের লকলকে জিব ছুঁয়ে যায় তাদের দেহে, অস্থি-মজ্জায় ।

 

ঠিক তখনই এদিকে শয়তানের যত চ্যালাচামুণ্ডাদের কণ্ঠে

বাতাসে শব্দ দূষণের বেয়াদবি বাড়িয়ে

বেজে উঠে আমার স্তুতি, আমার জয়গান –

“ভালোবাসি গো তোমায় আমরা ভীষণ ভালোবাসি,

যারা তোমার গায় না কো গান তাদের হোক ফাঁসি ।”

 

তখনো আমার সবুজ শাড়ির আঁচল পতপত করে উড়ে

আর চারিপাশ হতে আমার সন্তানের রক্তের ফিনকি ছিটকে পড়ে ।

তাদের, তাদের রক্তনদীতে আমি স্নান সেরে উঠি রোজ !         

2 Comments

Previous Post Next Post