আপনি এবং ঘাসফড়িং

 

আপনি এবং ঘাসফড়িং

 মুহাম্মদ ফারহান ইসলাম নীল

 

তৃষ্ণায় ছটফট করে জীবন বিসর্জন দেয় ঘাসফড়িং ৷

কাগজের ফুল অযত্নে পড়ে থাকে টেবিলের তলে ৷

শিশির বিন্দু স্পর্শ করে না আমার হাত ৷

আমি র্নিঘুম রাত কাটিয়ে দেই চাঁদ দেখে ৷

আপনার ফটোকপি আজও সৃষ্টি হয়নি ৷

আপনার গোপন কাঁন্নার শব্দ আমার কান অব্দি আসে ৷

আমি চোখ বন্ধ করলেই দেখতে পাই আপনার চোখের নিচে কালো দাঁগ ৷

আপনার অবহেলায় আমি হয়তো একদিন অন্ধকারে ডুবে যাবো ৷

আমার লেখা চিঠি স্পর্শ করেনি আপনার কোমল হাত ৷

বৃষ্টি জয় করতে পারেনি আকাশের মন ৷

জানালার গ্রীল ধরে কেটে গেছে এগারো শত রজনী ৷

আপনার চোখে জল মানেই আমার কলিজা পুড়ে ছাই ৷

আমি ঘাসফড়িং হয়ে আপনার শহরে উড়াউড়ি করি ৷

আপনি ব্যস্ত থাকেন আপনার মনের বারান্দা সাজাতে ৷

এক ফোটা জলের তৃষ্ণায় আমার কলিজা ফেটে যায় ৷

আপনি চার দেয়ালের ঘরে নিজেকে লুকিয়ে রাখেন ৷

 

Post a Comment

Previous Post Next Post