নিষিদ্ধ কবি

 

নিষিদ্ধ কবি

হাবিবুল ইসলাম

***************

জেনে রেখো

একদিন এক প্রতিবাদী কবির জন্ম হবে

এই জনপদের কোনও এক দুঃখিনী মায়ের কোলে।

সে প্রথমেই খুলে দেবে

তোমাদের মুখের উপর লাগানো ভদ্রতার মুখোশ।

সহসা বেরিয়ে পড়বে

তোমাদের কদর্য চেহারাটা।

তার কলম থেকে

জন্ম নেবে অজস্র শব্দ বোমা।

ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে যতো কুলাঙ্গারের দল।

প্রতিবাদী কবির

কলমের রোষানলে দগ্ধ হবে

স্বৈরাচারী শাসক শ্রেণী।

প্রতিবাদী কবির

বজ্র কন্ঠ

কেড়ে নেবে নির্লজ্জ্ব ধর্ষকদের ঘুম।

তার কবিতায়

লেখা হবে,

দুর্নীতিবাজ,ঘুষখোর কর্মকর্তাদের সর্বনাশ।

না,

সেদিন কোনও শক্তিই থামাতে পারবে না

কবির বলিষ্ঠ কলমকে,

সে দ্রোহের আগুন বুকে নিয়ে

আচমকা হানা দেবে অত্যাচারের দুর্গে ।

জানি,

সেদিন তোমাদের নগ্ন ইশারায়,

বারবার নিষিদ্ধ হবে কবি।

তবুও

সে লেখে যাবে

যতো সব উন্মাদীয় কবিতা।

লাখো তরুণের কণ্ঠে

ধ্বনিত হবে

অগ্নিঝরা সে সব কবিতার চরণ।

প্রকম্পিত হয়ে উঠবে

তোমাদের তৈরি করা অহংকারের প্রাচীর।

একটি একটি করে

খসে পড়বে পাপের অট্টালিকার এক একটা ইট।

সেদিন তুমি

১৪৪ ধারা জারি করেও

রুখতে পারবে না তোমার আসন্ন পতন।

সেদিন

নিষিদ্ধ কবির কবিতা গুলো

সহস্র নিপীড়িত নির্যাতিত মানুষের স্লোগান হয়ে

তোমার বিচারের দাবি জানাবে।

 

Post a Comment

Previous Post Next Post