ক্ষমা করো মাগো
আসাদ পাটোয়ারী
তোমার সম্ভ্রমের
দামে কেনা এই স্বাধীন দেশ,
পারেনি আব্রুতে ঢেকে
দিতে পাকিস্তানী হায়েনাদের ক্ষতে-
নতুন কাপড়ে মুড়িয়ে-অপমানের
ক্লেশ।
সেদিন যে পথ দেখিয়েছিল-রাজাকার
আলবদর,
ঘরে দোরে, ঈশারায়
-ওখানে আছে লালসা লাঘব,
আজ সে পথ অনুসারী
কিছু রাজনৈতিক দোসর।
রাজসিংহাসন, দখলে
চাই -পেশী শক্তি আরো,
তাই দলে চাই- দুষ্ট
লোক আছে যতো,কাছে টানো-
ক্ষমতা পেয়ে সব জায়েজে
নগ্ন হও, যতো পারো।
ক্ষমা করো মাগো,
ঘৃণিত হৃদ্ধে -হতবিহ্বল
তবুও জানতে উদগ্রীব
কি পেলে বিনিময়ে ইজ্জত?
যে স্বাধীনতা আজো
দিগম্বরে-পাকসেনা অবিরল !
ক্ষমা করো মাগো,
আমি ব্যর্থ রুখতে সমাজের পচন
ওরা আজ শোনে না
- বর্বর পাষাণেরা,
তোমার বিদগ্ধ দেহের
নিদারুণ যন্ত্রণা, চাপা ক্রন্দন।।
Tags:
হৈমন্তিক সংখ্যা - কবিতা