চিলেকোঠায় প্রেম
গৌতম দাস
তোলপাড় হওয়া মনটা
আস্তানা খুঁজেছিল,
চুপ করে থাকা সময়
তখনও পরিহাস করেছিল ।
নীরব ক্লান্তি ছেয়ে
যাওয়া মেঘ
বৃষ্টি আনেনি সেদিন,
জীবনে এদিন উঠেছিল
ঝড়
রঙ মুছে গেলো যেদিন
।
একতরফা প্রেম ফুটে
ছিল
চিলেকোঠাটার ছাদে
,
আকাশ তো ছিল হাতবাড়ালেই
ঝলসে গেলো রোদে ।
হঠাৎ শালিক উড়ে এসে
বসে
করলো কিচিরমিচির,
অবাক দৃষ্টি চঞ্চল
মন
তবু প্রাণ হলো অস্থির
।
ভিজতে চাই একটু বৃষ্টি
অধীর অপেক্ষা,
কাঠফাটা রোদ এ চিলেকোঠায়
নেই বুঝি রক্ষা,
দাউদাউ জ্বলা আগুনে
ফাগুন
পুড়ছে চিলেকোঠায়,
একতরফা প্রেমের অনল
আমাকে পোড়াতে চায়,
আস্তানা খোঁজা চিলেকোঠা
প্রেম
আকাশের কাছে ছিল,
পারেনি ধরতে আকাশটাকে
নীরবেই সে হারালো,
তোলপাড় হওয়া মনটা
পাগল
হাওয়ার সঙ্গী হয়ে,
হারালো যে তার প্রিয়
আস্তানা
কোথায় যে গেলো বয়ে
।
Tags:
হৈমন্তিক সংখ্যা - কবিতা