ছেলেবেলার তখন এখন
মেহের
ছেলেবেলার তখন ছিল মাঠ -ঘাট আর বিল,
পুকুর জলে নাইতে
নেমে খেলেছে অনাবিল।
দাদু-দীদার গল্প
শুনে আসতো চোখে ঘুম,
বোশেখ মাসে ঝড় উঠলেই
আম কুড়ানোর ধূম।
গল্প বই-এ ভাব জমিয়ে
সুখের ডানা মেলতো,
বিলের ধারে সবুজ
ঘাসে খেয়াল বসে গাইতো।
রান্নাবাটি আর পুতুল
বিয়েতে কেটে যেত বেলা,
বৃষ্টি হলেই গা ভিজিয়ে
করতো কত খেলা।
ছেলেবেলার এখন হলো
হাজার হাজার বায়না,
যত দেবে তবু এদের
অল্পেতে মন ভরেনা।
যন্ত্রের মতো ছুটে
চলে প্রাণহীন আজ দেহ,
পড়ার চাপে বাবার
ভয়ে প্রাণ দিয়ে দেয় কেহ।
সবাই এখন ডুবে থাকে
ফ্রি -ফায়ার পাবজিতে,
নিজেই প্রাণের বাঁধন
ছিড়ে ভুলেছে হাসিতে।
ছেলেবেলা ফিরছে এখন বাস-ট্যাক্সি-ট্রামে,
জীবনটা তার আটকে
গেছে গ্রন্থ -খাতার খামে।
Tags:
হৈমন্তিক সংখ্যা - কবিতা