ক্ষুধা
জাহাঙ্গীর আলম সোহেল
ক্ষুধার দেশে জন্ম আমার ক্ষুধার সাথেই বাস
ক্ষুধার
ভেতর থাকি পড়ে ক্ষুধায় ফেলি শ্বাস।
ক্ষুধার জন্য কর্ম
করি ক্ষুধায় ফাঁটে বুক
ক্ষুধায় কাতর এই
পৃথিবী ক্ষুধায় লুটে সুখ।
ক্ষুধার সাথে যুদ্ধ
করবে কে এমন পালোয়ান
ক্ষুধার কাছে নত
শীর যতই হোক শক্তিমান।
কতো রকম ক্ষুধা ভবে
বাড়ছে দিনে রাতে
এক দেহতে কত সইবে
ক্ষুধার দয়া নাই"যে।
কেহ ক্ষুধার চাপে
ছিটকে পড়ে নষ্ট গলির মাঝে
কেহ ঘুমটা খুলে কোমর
বাঁধে দিন মজুরি খাটে।
কারো ক্ষুধা ভাতের
জন্য কারো ক্ষুধা ক্ষমতার
কেউ আবার ক্ষুধা
মেটাতে খুন করে সততার।
রক্তের ক্ষুধা ক্ষমতার
ক্ষুধা ক্ষুধা কোটি টাকার
পেটের ক্ষুধা যৌনতার
ক্ষুধা ক্ষুধা লোভ লালসার।
এতো ক্ষুধার ভীরে
পাইনা কারো মানবতার ক্ষুধা
খুঁজি মায়া মমতা
প্রেম ভালোবাসা একটু বিশ্বাসের ক্ষুধা।
Tags:
হৈমন্তিক সংখ্যা - কবিতা