মরীচিকা

 


মরীচিকা

  আজিজুল হাকিম

********************

তোমার দুপুরের উদ্ধত তামাশায়

মেঘ খেলে আমার আকাশি হৃদয়ে ;

নীচে সুবিস্তৃত পিয়াসী মরু কঙ্কাল

মেঘের পিরামিডের অন্দরে

প্রাচীন স্থাপত্যের পেয়ালা খুঁজে

সঞ্জীবনী বৃষ্টির ফোঁটা না কি লুকিয়ে রেখেছে ক্লিওপেত্রা !

যতদূর সম্ভব আমি হাত বিস্তৃত করেছি

তোমার বৃষ্টিতে ভিজবো বলে ,

বৃষ্টির শব্দে নাচবো বলে ।

অস্থির মেঘ ভ্রু কুঁচকে চলে যায়

ভূমধ্য সাগরের পরপারে ।

আমার গোলাপি আকাঙ্খায় কেবল

বোমারু জাহাজের গুড়গুড়

আর মিসাইলের বর্ষণধারা ।

1 Comments

  1. অনুভূতির গভীরতায় অনুপম।নান্দনিক উপস্থাপনায় নিবিড়।ভাষার গাম্ভীর্যে ভাস্বর।সুখপাঠ্য অবশ্যই।

    ReplyDelete
Previous Post Next Post