ভুক

 


ভুক

দেবব্রত সরকার

( কবি, চিত্রশিল্পী )

 

রন্ধনশালায় নেই আনাজের অভাব

চাইলেই তুমি পেতে পারো

ভুক মেটানো যাচ্ছে না কারোর

ফুটপাতে উলঙ্গ শিশু

শ্রমের মজুরি পাচ্ছে না শ্রমিক ।

জাতের লড়াই খুনোখুনি

মসনদের রাজনীতিতে হানাহানি

ভাঙা ঘরে চাঁদের আলো

ছেঁড়া কাঁথায় আর স্বপ্ন আসে না

প্রেমের নামে যৌনতা পূরণ ।

অসিতে পরেছে মরচে

কলমে নেই কালি

অভিযোগে শুধুই সাদা পাতা

শিরদাঁড়া গুলো সবই বাঁকা ।

তোষণ -তুষ্টি করণে মিলছে কি আনাজ ?

ঐ দিকে চেয়ে দেখ

ধনকুবেরের আছে ধন

তোমার শুধুই অন্নেশন

ধর্নায় মিটবেনা করো ভুক ।

নর সেবাই জীব সেবা , সেও তোমার জানা

তবুও অভুক্ত সবাই

ভান্ডারে নেই আমাদের অভাব

শুধু অন্তর গুলো শূন্যতাই ভরা

তাই ভুক মেটানো যাচ্ছে না কারোর ।।

 

Post a Comment

Previous Post Next Post