পরীদের ডানা ছাঁটার গল্প
মনিরা
মাসিদ
তুমি বলেছিলে আমার
জানালায় টোকা দেবে...
কোনো এক বৃষ্টি
ভেজা ভোরে ।
তারপর আমরা দুজনে
বৃষ্টির জলে পা ভিজিয়ে...
দীর্ঘ পথ হাঁটবো
কোনো লক্ষে পৌঁছানোর...
তাগিদ না রেখে ।
সেই থেকে আমি অপেক্ষা
করি বৃষ্টি হলে...
তুমি আসবে বলে।
অপেক্ষা
-------- অপেক্ষা ------ অপেক্ষা....
সেই তুমি এলে আমাকে
অবাক করে এক পূর্ণিমার
রাতে, মায়াবী চাঁদের আলো গায়ে
জড়িয়ে..
আমার ঘরের দরজা দিয়ে
আমার একেবারে কাছে
খুবববব... কাছে।
আমি অবাক হয়ে দেখছি,
এ তুমি কেমন তুমি ?
একি অপরূপ রূপ তোমার,অন্য
কারো বধূ বেশে ।
আমি পাগল হয়ে গেলাম,
আমি তোমাকে আঁতিপাঁতি
করে খুঁজতে লাগলাম,
খুড়তে লাগলাম।
তুমি অবাক হয়ে বললে--
এমন করে কি খোজো
ডাক্তার ?
তুমি তো কোনদিন এমন
করে আমার শরীর
খোঁজোনি !!!
আমি থমকে গেলাম,
আমি ছিটকে গেলাম।
আমি আকুল হয়ে বললাম
পরী - আমি আমার
পরীর সেই ডানা দুটো
খুঁজছি ---
যে ডানা দুটো শত
অভাবের মধ্যেও আমার পরীকে ছেড়ে যাইনি।
যে বৃষ্টি হলে দুই
বাহু মেলে বৃষ্টিকে আলিঙ্গন করে
বৃষ্টিতে ভিজতো
।
যে লজ্জাবতীর পাতা
ছুঁয়ে লজ্জা দিয়ে --
বালিকার মতো খিলখিল
করে হেসে উঠতো।
তোমার ঐ ডানায় ভর
করেই তো ইট কাঠ
শহরের যান্ত্রিক
পরিবেশে বেড়ে ওঠা আমি ও
প্রকৃতির রূপ চিনতে
শিখেছি।
আমার পরী তুমিই তো
চিনিয়েছো ভোরবেলা-
সূর্যের আলো আর নদীর
জলের খেলার-
অপরূপ সৌন্দর্য।
তুমিই অবাক হয়ে
দেখতে শিখিয়েছো-
দিগন্ত সবুজ ধান
ক্ষেত শেষে সূর্যডোবার আগে
মায়াবী আলোর রূপ।
তুমিই দেখিয়েছো
শীতের ভোরে কুয়াশা ঢাকা
নদীর উপর থেকে ধীরে ধীরে
কুয়াশার চাদর
উবে গিয়ে নদী দৃশ্যমান
হওয়ার রূপ।
নদীর জলে পা ডুবিয়ে
নদীর বয়ে চলা-
অনুভব করা।
আমার পরী তোমার সেই
ডানায় কতটা শক্তি
আর কতটা আত্মবিশ্বাস আমি সেদিন দেখেছিলাম-
যেদিন নেতার ঐ বখাটে ছেলে
তোমার ওড়না ধরে টেনেছিল -
আর আজ তুমি কার ঘরের
ঘরনী হলে ?????
তুমি এখনো বোঝোনি
ডাক্তার ?
আজ আমি অনেক সুখ
কিনেছি আমার
অভাব দুর করে সুন্দর
ভবিষ্যৎ কিনেছি -
আমার ভাইয়ের, বোনের,
মায়ের, বাবার।
মা বললো একটু ত্যাগ
কর, একটু মানিয়েনে -
এতে ভালো হবে সবার।
জানো ডাক্তার ঐ নেতার
ছেলে অনেক দাম দিল -
তোমার প্রিয় তোমার পরীর সেই ডানার
।
আমি জানি একটা একটা
করে পাখনা তুলে তুলে
রক্তাক্ত করবে সে
আমায়, প্রতিশোধ নেবে সে
থাপ্পড় মারার।
তারপর হয়তো একদিন আমাকেও........
আমার পরী আর কোনো
দিন ফিরে আসেনি।
আমি ও আর ঐ গ্রামে থাকিনি।
কিন্তু আজও আমি পৃথিবীর
যে প্রান্তেই থাকি
বৃষ্টি হলে জানালা খুলে রাখি.......
মনিরা মাসিদ।