ধর্ষিত এক বোরখা

 ধর্ষিত এক বোরখা

নাফিসা খান



ধর্ষিত এক বোরখা,হঠাৎ আশ্রয় পেয়ে গেল 

বারঙ্গনার অন্দরমহলে।

তার কালো রঙ কলঙ্কের আহার গোগ্রাসে গিলে মায়াবি গুটখায় গা ভাসিয়েছে।

রাতের শকুন ছিঁড়েছে যার বোতাম ঘর, 

ডিকম্পোজন্ড আত্মা দর কষাকষির বাজারে সদ্য ভূমিষ্ট উপলদ্ধির  ফসল আদায়ের  ব্যাপারী।

 

তবে আজও অবলা কলঙ্কিনী বোরখা নিঃশব্দের নৈরাজ্যে পাথর ভেঙ্গে বানায় চলাচলের রাস্তা,  

প্রতিদিন একটা একটা করে সূতা খোলে বিচার কেনার আশায়!

অধরা  অনাবাসী বিচার জনপথের কোলাহলে মিশে যায় সাইলেন্স বোর্ডে।

মৃত্যুর উপসংহার বন্ধক চিতার আগুনে,উড়ে ফেনা ছাই ঘেঁষে,পচাগলা শরীরের শিহরণ কবরের ওপারে!

মৃত্যুর হাজারও খতিয়ান,বিচার আজ বেইমান, বদনাম!

 

যুগ যুগান্তে ধর্ষিত বোখারা নিঃশব্দে ,নিভৃতে মোকাদ্দমা লিখে যায় ছিন্ন  বস্ত্রের।

কাঁদে  শিমুলের উন্মেষ  ,ঝলসানো চোখে ,নারী জন্মের দোষে!

বারেবারে মৃশ্রিত তারা  অগ্নি পরীক্ষার আহুতিতে,বধির সভ্যতার  প্রাঙ্গণে!

 

Post a Comment

Previous Post Next Post