জলের মধ্যের হাজারো গল্প

 জলের মধ্যের হাজারো গল্প

      শর্মিষ্ঠা ব্যানার্জী

 

কখন বিরস মুখে জলে নামল আর ডুবে মরল! –

উচ্ছলতাগুলো! বেশ তো সাঁতরেই বেড়াচ্ছিল,

রাতের পূর্ণিমায় সেজেছিল পূর্ণিমা –

পূর্ণিমায় স্নান দুজনায় সেরেছিল--, এই---,

খেয়াল হয়নি কখন অদৃশ্য হোল, সময়ের পায়ে সরষে ---,

ভাঙ্গা কার্ণিসের ভেজা গা--, নোনাজলে—

তারপরে—

উষ্ণতা উবে গেলে, আবার উষ্ণতা দিতে গররাজী হয়,

দেখেছি সূর্যকেও—

 

জলের মধ্যে হাজারো গল্প!

সংখ্যাতত্ত্বে অনেক বেশী আর ও,

বহু আশা - নিরাশা ---, কতো বিনুনি তাতে বোনা-

বেহুলার গাঙ্গুড়ে ভেসে চলা, কতো জীবন--,

অঙ্কুরোদগমের স্বপ্ন গাঁথা,

কালো মেঘ মেশে এক্কেবারে গভীরে, ধীরে ধীরে--.

 

তবু, এ খানেই কাদম্বিনী, এ খানেই ডুব দিয়েছে—

আমি ওখানে বিদ্যুতের কাঁটাতার দেখি,

বিরস বদনে--- তবু ওখানেই জীবন আছে----

 

Post a Comment

Previous Post Next Post