প্রবাস জীবন
শারমিন
ইসলাম শিলা
প্রবাস মানেই একা
চরণ,
প্রবাস সুখের নয়।
প্রবাস মানেই জীবন
যুদ্ধ,
জয় করিতে হয়।
প্রবাস আনে দুঃখ
বয়ে,
ছাড়ে বাড়ি ঘর।
প্রবাস ডাকে বহু
দূরে,
আপন করে পর।
প্রবাসী ভাই সয়ে
কষ্ট,
জীবন করে পার।
তারই সকল চাওয়া পাওয়া,
হয়না পাওয়া আর।
দূর প্রবাসে থাকতে
তাদের,
অনেক কষ্ট হয়।
দেশের কথা ভেবে তারা,
যুদ্ধ করেন জয়।
দোয়া করি দু'হাত
তুলে
তারা সুখে রয়।
মোদের কথা ভেবে যারা,
জীবন করে ক্ষয়।
Tags:
শরৎ সংখ্যা - কবিতা