হরিৎ বন্দ্যোপাধ্যায়-এর কবিতা

 হরিৎ বন্দ্যোপাধ্যায়-এর কবিতা


গল্প  --- ১

গল্প বলে যাও

মেঘদিনে যেমন অনেক কষ্টযাত্রার পর

জানলার ফাঁক দিয়ে সূর্য উঁকি দেয়

ঠিক তেমনই গল্পের মাথা থেকে যেন

একবারের জন্যেও তোমার বাড়ি দেখা যায়

 

মনে হবে এখনও মাটিতে পা ঠেকে আছে ।

 

গল্প  --- ২

একটা গানের হাত ধরে হাঁটতে হাঁটতে

চৌমাথায় যখন সবাই তাকে চিনতে পারল

তখন সূর্য পায়ে পায়ে একবারে পশ্চিমে

 

নতুন অন্ধকারে তার মুখ কিছুটা আড়াল হতেই

আবার সবাই চেনা পথে বাড়ির বারান্দায়

 

যারা তাকে চিনেছিল

তারা এখন অন্যগল্পে অন্যমুখ চেনায় ব্যস্ত

 

সব গল্পই আসলে একতরফা

গল্পের নিজস্ব কোনো চাহিদা নেই

গলায় দড়ি বেঁধে কয়েকজনের একটা দল

টানতে টানতে বাড়িয়ে নিয়ে যায় ।

 

Post a Comment

Previous Post Next Post