শরতের প্রেম

 শরতের প্রেম

নিহার বিন্দু বিশ্বাস 


(সনেট,শেক্সপিয়ারীয়রীতি) 

------------------------------------

শরতে বর্ষার জলে ছিটেফোঁটা ঘাম । 

অকাল বোধনে বর্ষা হামাগুড়ি খায়;

মেঘের কিনারে ভাসে প্রেমিকের নাম !

অভিমান দেখে শ্যাম অভিসারে যায় ।

 

পূর্নিমায় প্রেম হাসে জোসনা জমিনে

কবিতার ঠোঁট খায় বুকের আর্দ্রতা;

স্রোতের ডাঙায় ভাসে প্রেম সন্ধিক্ষণে

বর্ষায় প্রেমের রাগ পায় সজিবতা ।

 

ভালোবাসা পলিময় প্রেম মোহনায়

রাতের কার্নিশে এসে মুখ গুজে বুকে !

শিউলি সুবাসে প্রেম পূর্ণতা বিলায়

সৃষ্টিবীর্যে প্রেয়সীর বাস হয় সুখে ।

 

শরতের প্রেম ভিজে হৃদে লেগে থাকে ।

প্রেমিকের ঘুর্ণিঝড়ে উভয়ের ফাঁকে ।

 

Post a Comment

Previous Post Next Post