খাদক সন্টু
মহম্মদ শোয়াইব
মন্টু ভাই সন্টু
কই
খেয়ে ফেলেছে সবটুকু
দই ।
ক্যামনে খেল সবটুকু,
পেট ফাটবে করলে রুকু
।
রোজ রোজ ভূরিভোজ,
ক্যামনে রাখে এত
খোঁজ ?
পেট করেছে বিশাল
কদু,
ঘুরেফিরে খায় শুধু
।
না পড়ে ভাই ঘুমায়
রাতে,
সব ক্লাসে হাত পাতে
।
দেখতে লাগে হাতির
মতোন,
ঘিলুর নাই একটু ওজন
।
এমন করে আর কত,
শান্ত হলে ভালো হত।
মিশতে হবে হাসতে
হবে,
পৃথিবী তোমার সাথে
রবে ।
বলবে সবে লক্ষি খোঁকা,
সন্টু আর নেই বোঁকা
।
Tags:
শরৎ সংখ্যা - কবিতা