স্বদেশ বাঁচাও

 স্বদেশ বাঁচাও

ওয়াজেদ বাঙালি

 

আগাও জাগাও ভাগাও

সোনার বাংলা বাঁচাও ।

 

সাহসি সমাজ গড়ো

তাগুতে মারলে ,মারো ।

চামচা চাটু ছাড়ো

বিবেক বুদ্ধি নাড়ো ।

 

দলের চিন্তা ছাড়ো

দশের জন্য বাড়ো ।

সবুজে সত্য গাড়ো

অবুঝে ধাক্কা মারো ।

 

আবারো ঐক্য গড়ো

সীসার স্বভাব ধরো ।

পলাশী আবার পড়ো

নইলে অকালে মরো ।

 

ভেদ তন্ত্র ভোলো

সাহসে দুহাত তোলো ।

মিথ্যা নামাতে ঝোলো

মুক্তির দোয়ার খোলো ।

 

শত্রু মিত্র বোঝো ?

ইতিহাস আজ খোঁজো ।

কেমন পীরে ভোজো ?

কবি বিস্মিত আজো !

 

আগাও জাগাও ভাগাও

সোনার বাংলা বাঁচাও ।

3 Comments

  1. কবিতা খানি পড়ে অনেক ভাল লাগলো । সময়ের কথা গুলো যথাযথ ভাবে তুলে ধরা হয়েছে । প্রকাশনা প্রতিষ্ঠান সহ সম্মানিত লেখকের প্রতি শ্রদ্ধা ও শুভ কামনা রইল ।

    ReplyDelete
  2. "ভিন আকাশের তারা"য় আমার কবিতাটি প্রকাশ করার জন্য এডমিন,মডারেটরসহ সকলকে আন্তরিক ধন্যবাদ।

    ReplyDelete

  3. আগাও জাগাও ভাগাও সোনার বাংলা বাঁচাও।
    অসাধারণ লিখেছেন স্যার।


    ReplyDelete
Previous Post Next Post