ছুটির আয়োজন

 

ছুটির আয়োজন

 জন্মেঞ্জয় ঘোড়াই

 

সম্মুখে দাঁড়ায়ে গোধূলি বেলার কোনসে ভীরু দীপশিখা

হৃদয়ের খেলাঘরে লাখ সব কণিকা

মিলায়ে যাবে স্তব্ধ যবনিকা

হে আমার ডাকের গহনার অভিসারিকা ।

ভোরের রঙের খেয়ালে , কাঁচা সোনায় এঁকে উদয় অস্ত ছবি

খেলেছি কত নতুন বেশে আকুল কেশে

জানা অজানা রাশিরাশি ,

কেমনে খেলার ধারা , বেলাশেষে স্রোতে হলো দিশেহারা

তাই কি আমায় ডাকো , এ ছুটির আয়োজনে ,

সমস্ত খেলা গেছে বেঁকে , দূরে সরেছে স্মৃতিলিপি রবি ।

ঐ দূর সীমানায় বেরিয়ে বাক্স থেকে পাখি

মায়া সঙ্গমের সাগর পারে

হৃদয় দিয়ে দেখিতে হয় যারে বুকের রত্নাহারে

ত্যাগের বিহারে , এ জীবনে রাখি ।

হে জীবন , ছুটির আয়োজন ডাকিছে কোন ঝংকারে

দুর্গম তীরের শূন্য ভিড়ে বারাম্বার করি উত্তরণ ,

খন্ডখন্ড ভোগ বিদীর্ণ হবে

উচ্ছ্বাস রসে করিবে রোদন , এ ছুটির আয়োজন ।

 

Post a Comment

Previous Post Next Post